রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

ইন্টার মিলানের নতুন কোচ ক্রিস্টিয়ান কিভু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

সবদিক থেকে যে আভাস মিলছিল, সেটাই সত্যি হলো। ক্রিস্টিয়ান কিভুকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টার মিলান। ইন্টারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ক্লাবটির সাবেক এই খেলোয়াড়।

সোমবার (৯ জুন) এক অফিসিয়াল বিবৃতিতে এটি জানায় ইন্টার কর্তৃপক্ষ। ক্লাবের এক্স হ্যান্ডেলেও (সাবেক টুইটার) জানানো হয় এই খবর।

সিমোনে ইনজাগি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন কোচ বেছে নিতে একদমই বেশি সময় নিলো না তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।

গত ফেব্রুয়ারিতে পার্মার দায়িত্ব নেন ইন্টারের সাবেক ডিফেন্ডার কিভু। আগামী বছরের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল সেরি আর ক্লাবটির। কিন্তু ৪ মাস না যেতেই পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়েন তিনি।

জোসে মরিনহোর ট্রেবল জয়ী ইন্টারের সদস্যর ছিলেন কিভু। ৪৪ বছর বয়সী কোচের পুরোনো ঠিকানায় নতুন পরিচয়ে কাজ শুরু হবে ক্লাব বিশ্বকাপ দিয়ে। নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টে ইন্টারের প্রথম প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব মনতেরে।

চলতি মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইন্টার। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো শিরোপাই। মৌসুমের শেষ ভাগে ব্যর্থতার মাঝে সবচেয়ে বড় ধাক্কা ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। একপেশে শিরোপা নির্ধারণী ম্যাাচে পিএসজির বিপক্ষে ৫-০ গোলে হারে তারা।

উল্লেখ্য, দুই পক্ষের সমঝোতায় গত মঙ্গলবার পদত্যাগ করেন ইনজাগি। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। ক্লাব বিশ্বকাপের অভিযান শুরুর আট দিন আগে তার উত্তরসূরীর নাম ঘোষণা করলো ইন্টার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2025 The Bengal Bulletin. All rights reserved.