রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

মাশার কণ্ঠে নীলচক্রের গান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৯ বার পঠিত

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’। অল্প বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারের আসক্তি থেকে বিপদে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ক’দিন আগে সিনেমাটির প্রথম গান  ‘এই শহরের অন্ধকারে’ প্রকাশিত হয়। জালালি শাফায়াতের কণ্ঠের এই গানটির পর  প্রকাশ হয়  নীলচক্রের ট্রেলার।

মূলত মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবেই একের পর এক নানা কন্টেন্ট প্রকাশ করছে নীলচক্র টিম। তাই প্রথম গান ও ট্রেলারের রেশ কাটতে না না কাটতেই প্রকাশ হলো নীলচক্রের দ্বিতীয় গান। তবে এবারের গান একটু ভিন্নতায় ভরা। দেশের আকাশে যখন রোদ আর মেঘের খেলা। ঝুমবৃষ্টিতে সতেজ হয়ে উঠছে শহর। ঠিক এমন সময়ে এলো নীলচক্রের ‘যেতে যেতে’ শিরোনামের গানটি। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল, আরিফিন শুভর ফেসবুক ও নীলচক্রের পেজে গানটি একযোগে প্রকাশিত হয়েছে।

নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খানও গানটি প্রকাশের আগে বললেন এটি ‘ওয়েদার ডিমান্ড’। মানে এমন পরিবেশে এই গানটিই প্রকাশের উপযুক্ত সময়। প্রকাশের পর গানটি বেশ লুফে নিয়েছে দর্শক। ঠান্ডা মেজাজের কিছুটা ক্লাসিকের ধর্মী রোমান্টিক গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন।

ইমন সাহার সুরে ও ওয়াহিদ বাবুর কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাশা ইসলাম। গানটির দৃশ্যায়নে আরিফিন শুভ ও  মন্দিরাকে দেখা গিয়েছে। কিছু না বলেও গানের দৃশ্যের আবহে অনেক কিছেই বুঝিয়েছেন তারা।

সিনেমায় এক তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শুভ তার বিপরীতে থাকছেন মন্দিরা চক্রবর্তী।

সিনেমার চিত্রনাট্য নিয়ে মিঠু বলেন, একটি বখে যাওয়া প্রজন্ম, যারা সোশাল মিডিয়ার আসক্তিতে ডুবে যায় এবং কীভাবে তারা বিপদের মুখে পড়ে, সেটা তাদের পরিবারের উপর কী ভয়াবহ প্রভাব ফেলে সেই গল্পই বলেছি ‘নীলচক্র’ সিনেমায়। পাশাপাশি এই পতনের পিছনে কাজ করা একটি অদৃশ্য চক্রের কথাও উঠে এসেছে। যার জন্য নাম দেওয়া হয়েছে ‘নীলচক্র: ব্লু গ্যাং’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2025 The Bengal Bulletin. All rights reserved.