রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

লালমনিরহাটে ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬১ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নে উম্মে আয়মান ওরফে এমি (২০) নামে এক কন্যা সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করা অভিযোগ উঠেছে স্বামী হাফেজ হাসিবুল ইসলামের (২৩) বিরুদ্ধে।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক হাসিবুল ইসলাম পেশায় মাদ্রাসাশিক্ষক। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন।

নিহত উম্মে আয়মান ওরফে এমি উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামের একরামুল হকের মেয়ে। ঘাতক হাফেজ হাসিবুল ইসলাম একই গ্রামের বাসিন্দা মোজাফ্ফর হোসেনের ছেলে। তাদের ঘরে এক বছরের কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানান, পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া গ্রামের উম্মে আয়মান ও একই গ্রামের হাসিবুল ইসলামের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মাঝে মনোমালিন্য ও ঝগড়াবিবাদ লেগেই থাকতো।

আজ ঈদুল আযহারের নামাজের আগে সকাল আটটার দিকে উম্মে আয়মান তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়ির একটি ঘরে স্বামী-স্ত্রী কথা বলছিলেন। এক পর্যায়ে হাসিবুল তার স্ত্রীকে পিছন দিক দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে উম্মে আয়মান ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রামের লোকজন হাসিবুলের বাবা ও ভাইকে আটক করেন। পরে থানা পুলিশ তাদেরকে হেফাজতে নেয়। তবে মূল ঘাতককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় নিহত মেয়ের পরিবার মামলার প্রস্ততি নিয়েছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2025 The Bengal Bulletin. All rights reserved.