রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

ঈদে আসছে তৌসিফের ২ নাটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৪ বার পঠিত

এই ঈদে সিএমভি’র ব্যানারে আসছে বিশেষ নাটক ‘চুপকথা’। এতে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা। গীতিকবি মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হৃদয় সরকার। যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প।

যদিও নির্মাতা মনে করেন, নাটক ‘চুপকথা’ শুধু প্রেমের গল্প নয়। প্রেম ও প্রকৃতির গল্প বলা যেতে পারে। উজ্জ্বলের ভাষায়, ‘গল্পটা প্রেমের। তবে তারসঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। আমার যে কোনও কাজে যেমনটা হয় আরকি। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি। এবারও তাই হলো। তবে এবার নাটক বানাতে গিয়ে মোটামুটি একটা সিনেমা বানিয়ে ফেলেছি সম্ভবত। আমরা শুটিং করেছি শ্রীমঙ্গল-জাফলং হয়ে গাজীপুর হয়ে ঢাকায়। বেশ বড় আয়োজন ছিল। ২৭ মে শুটিং শেষ করেছি।

এই ঈদে ‘চুপকথা’ ছাড়াও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে প্রায় এক ডজন বিশেষ নাটক। চাঁদরাত থেকে এগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। তারমধ্যে আরেকটি হলো ঈদের বিশেষ নাটক ‘মন মঞ্জিল’। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

নাটকটিতে সূর্য, এক অনাথ ছেলে। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে। একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা, একজন সাংবাদিক ও নার্স। সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে।

এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© 2025 The Bengal Bulletin. All rights reserved.